রাজধানীর প্রায় সকল ফলের দোকান ও মেলায় অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ও ফরমালিন মেশানো আম-লিচুসহ নানা মৌসুমী ফল। জানা গেছে, রাজশাহী ও চাঁপাইনবাবঞ্জে বাগানেই কাঁচা আম পেড়ে পাকানো হচ্ছে ক্যালশিয়াম কার্বাইড দিয়ে। পরে মেশানো হচ্ছে ফরমালিন। দিনাজপুরসহ বিভিন্ন স্থানে একই ভাবে বাগানে লিচুতে কার্বাইড ও ফরমালিন মেশানোর অভিযোগ পাওয়া গেছে। এভাবে 'ডাবল কেমিক্যাল' মিশিয়ে বাজারে সরবরাহ করা হচ্ছে নানা মৌসুমী ফল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরের ফল চাষীদের সঙ্গে আলাপকালে তারা 'ডাবল...

